রাজশাহীর বাঘায় পদ্মা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য দিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। শনিবার (৫ অক্টোম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২০০টি পরিবারের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। পরে আবু সাঈদ চাঁদ ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন।
খাদ্য বিতরণের আগে এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মানুষের পাশে থাকবে বিএনপি।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি লবণ, আধা কেজি চিড়া, এক কেজি গুড়, একটি গ্যাস লাইট, এক কেজি ডাল, দুই লিটার বিশুদ্ধ খাবার পানি বোতল, এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট স্যালাইন, আধা ডজন মোমবাতি।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন সম্পাদক মোখলেচুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাুসদ রানা টিপু, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম, জেলা ছাত্রদল আহ্বায়ক এসএম সালা উদ্দীন অহমেদ শামীম সরকার, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আসলাম হোসেন, বাঘা উপজেলা শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম পিন্টু, বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম হোসেন, সদস্য সচিব পলাশ উদ্দীন, বাঘা পৌর যুবদল নেতা হুমায়ুন কবির সবুজ প্রমুখ।
চকরাজাপুর ইউনিয়নের মেম্বর সহিদুল ইসলাম বলেন, অব্যাহত বৃষ্টি ও বণ্যার কারণে কালিদাশখালি, মানিকের চর, পলাশিফতেপুর, নীচ পলাশিফতেপুর, উদপুর, লক্ষীনগর, চকরাজাপুর, দিয়াড়কাদিরপুর, চৌমাদিয়া, আতারপাড়াসহ ১১টি চরে সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তলিয়ে গেছে চাষ করা সবজি, গ্রীষ্মকালিন পেঁয়াজ, পেঁপে বাগান। ভাঙনে আতারপাড়া ও চৌমাদিয়া চরের দেড় শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা করে তাদের সহযোগিতা করা হচ্ছে।
এদিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলামের পিতা নবীর উদ্দীন আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর চকরাজাপুর, কালিদাসখালী চরের গৃহহারা ২০০টি পরিবারের মাঝে ১ কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, আধা কেজি পিঁয়াজ, ২৫০ গ্রাম রসুন, ১ কেজি লবণ ও খাবার সেলাইনসহ বিতরণ করেন।