"শিক্ষকদের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিকরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রথমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ্র্যালী এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আসাদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম মন্টু, উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, প্রধান শিক্ষক আবদুস সবুর, মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক শামীম হাসান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান।