খুলনার তেরখাদায় বাংলাদেশ নৌবাহিনী তেরখাদা সাব- ক্যাম্পের অভিজানে তেরখাদা কাটেংগা এলাকা থেকে বিপুর পরিমানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয় ও ২ জন অপরাধীকে আটক করা হয়।
গতোকাল শনিবার সকাল ৬:৩০ এ নৌবাহিনীর একটি ইউনিট অভিজান পরিচালনা করে। অভিযান কালে
তারা ২কেজি ২০০ গ্রাম গাজা, ৫টি ইয়াবা ট্যাবলেট, ১২টি মোবাইল ফোন, ৮টি দেশীয় অস্ত্র, একটি অত্যাধনিক চাকু, ১০ টি গাজা কাটা কেচি, ১টি সিজার বক্স, ৮টি বল্লম, ফয়েল পেপার ও নগদ ৩৫,৬৯০ টাকা সহ আসামি মেজবা মোল্যা (৪০)পিতা:হেদায়েত মোল্যা,ও অপর আসামি বাহারকে আটক করে। পরবর্তীতে আসামিদ্বয়কে তেরখাদা থানায় সোপর্দ করা হয়।এবং জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন ইউনিট খুলনা ও তেরখাদা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী তেরখাদা উপজেলা সাব-ক্যাম্প।