শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করার উদ্দেশ্য পাঠ্যবইয়ের পাশাপাশি যে সকল বিষয়ে শিক্ষাদান করা হয় সে গুলোকে সহ শিক্ষা কার্যক্রম বলে। সহ শিক্ষা কার্যক্রমকে প্রকাশমূলক শিক্ষাও বলা হয়। অর্থাৎ সহ শিক্ষা কার্যক্রম হচ্ছে শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, যেটা প্রকাশ করে দেখাতে হয়।
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রম রয়েছে। যেমন : ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা (কোরআন তেলোয়াত, হামদণ্ডনাত, কবিতা আবৃত্তি, গান, নাচ, অভিনয়, বিতর্ক, বিভিন্ন খেলা ইত্যাদি), কাবিং কার্যক্রম, চারু-কারুকাজ, ভাষা ক্লাব, গণিত ক্লাব, হলদে পাখির দল, সাহিত্য চর্চা, স্টুডেন্টস কাউন্সিল, খুদে ডাক্তার টিম সহ আরও অনেক কার্যক্রম। বিদ্যালয়ের প্রতিটি শিশু এসকল বিষয় নিয়ে কাজ করে থাকে। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক শিশুদেরকে সহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন। প্রতিটি কাজ যথাযথভাবে হচ্ছে কিনা মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত মনিটরিং করে থাকেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত মনিটরিং করেন সংশ্লিষ্ট ক্লাস্টার এর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
সহ শিক্ষা শুধুমাত্র বিদ্যালয় থেকে নয় পরিবার ও সমাজ থেকেও শেখে। শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে সহ শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্লাসে শিশুরা অমনোযোগী হলে যেকোনো একটা বিনোদন মূলক কাজ করালে শিশুর মনোযোগ বৃদ্ধি পায় এবং আনন্দিত হয়ে পাঠে মনোযোগ দেয়। দৈনিক প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুদের জন্য ছড়া, নাচ, গান, অভিনয়, খেলা ইত্যাদি সহ শিক্ষা কাজ করানো। তাছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সহ শিক্ষা কার্যক্রম এর বেশির ভাগ কাজ শিশুরা করে থাকে। শিশুর মধ্যে ব্যক্তিত্বের বিকাশ প্রস্ফুটিত করতে, তাকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠতে পাঠ্যবই বহির্ভুত বিষয়েও ভালো দক্ষতা অর্জনের জন্য সহ শিক্ষা কার্যক্রম করানো হয়। যার মূল লক্ষ্য মান সম্মত প্রাথমিক শিক্ষা অর্জন। আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ে যে সকল সহ শিক্ষা কার্যক্রম রয়েছে সে গুলোকে আরও গতিশীল করতে হবে। সে জন্য পর্যাপ্ত দক্ষ শিক্ষক, প্রয়োজনীয় উপকরণ ও কার্যকর মনিটরিং থাকলে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন আরও সহজ হবে।