বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও অঙ্গ সংগঠন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে কালীগঞ্জে মোটর সাইকেল র্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুন অর রশিদ এর নেতৃত্বে ব্কিাল ৪ টায় কালীগঞ্জ শহরের পাইকপাড়া রোড থেকে শুরু হয়ে কালীবাড়ি মোড়,হাসপাতাল সড়ক,থানা রোড,জনতা মোড়, ভূষণ হাই স্কুল রোড, বৈশাখী মোড়, নিমতলা বাসস্ট্যান্ড হয়েকালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সমাজের খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মাসুদ পারভেজ লিখন,কালীগঞ্জ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা বিজেপির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বাবলা, জাতীয় যুব সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবদুর রহিম কাকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তাকবীর মির্জা পাভেল,সদস্য সচিব এ আর আকাশ বিশ্বাস প্রমুখ।লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুন অর রশিদ বলেন,বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গত ৫ বছর ধরে বিভিন্ন ভাবে সৎ,মেধাবী,তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায়আমরা আপনাদের কে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে যোগদান করে দেশ গড়ার এই কাজে আমাদের পাশে থাকুন। তিনি আরও বলেন,রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ,তরুণরাই আগামীর বাংলাদেশ।