শেরপুর প্রতিনিধি: জাঁতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা জ্ঞাপন এবং আদর্শ জাঁতি গড়ার কারিগর খ্যাত শিক্ষকদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে সারা বিশ্বের ন্যায় শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা শিক্ষক দিবস-২০২৪ উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শিক্ষকের কন্ঠসর, শিক্ষায় নতুন সামাজিক অঈীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদণ্ডএঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, অ্যাকাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ ফকরুল আলম, ধুকুড়িয়া এ-জেড টেকনিকেল এ- বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম প্রমুখ।
বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নের কোন বিকল্প নেই। শিক্ষকরা আদর্শ জাঁতি গড়ার কারিগর। তাঁরা শিক্ষার্থীদের শিক্ষিত ও দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাঁতি গঠনে দক্ষ করে তুলেন। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব নিবে। তাই শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে মহান দায়িত্ব পালন করবেন শিক্ষক সমাজ। এ কারণেই আমাদের সমাজে পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান বলে মনে করা হয়। তাই শিক্ষকদের সম্মানে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা প্রতিটি নাগরিকের কর্তব্য।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।