যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ জামায়াত ইসলামকে নিয়ে মিডিয়া এবং প্রশাসন যা করেছে তা বর্ণানাতীত। জামায়াতে ইসলামকে নিয়ে কোন সংবাদ ছাপা হয়েছে তা কোন সত্য সংবাদ ছাপা হয়নি। বরং সাংবাদিকতার নামে প্রপাগান্ডা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম যে কোন বিষয়ের খবরের জন্য বস্তুনিষ্ঠতা আশা করে। শনিবার দুপুরে মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলাম। অনুষ্ঠানে উপজেলা আমীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম মজনুর রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আহসান হাবীব লিটন।