বাগেরহাটের চিতলমারী থানার আয়োজনে শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় চিতলমারী থানার হল রুমে থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা, উপজেলা জামায়াত আমীর মাও: মনিরুজ্জামান, জাতীয় পার্টির সভাপতি স.ম. গোলাম সরোয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এ্যাড. অসীম কুমার সমাদ্দার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অধ্যাপক জহর লাল সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা প্রমুখ। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: কামরুজ্জামান খান পিকলু, বিএনপির সি: যুগ্ন আহ্বায়ক মো: সোয়েব গাজী, যুগ্ন আহ্বায়ক মো: শিপন মুন্সী, যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামানসহ অনেকে। সভাটি পরিচালনা করেন থানার উপপরিদর্শক মো: মাহমুদ হাসান।