যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ আবদুর রব,
কেশবপুর সরকারি পাইলট উচ্চমাধ্যমিকবিদ্যালয় অধ্যাপক আলাউদ্দিন আলা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল হান্নান, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহসভাপতি ও কেশবপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি শাহীনূর রহমান শাহিন, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস,এম মুনজুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির আবদুস সামাদ, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র আবদুল হালিম। আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে র্যালি প্রদক্ষিণ করে।