গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় "বিশ্ব শিক্ষক দিবস" পালিত হয়েছে। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উদযাপন কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই স্লোগানে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ মোক্তার হোসেন, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম মন্জু, কোহিনুর স্কুল এ- কলেজের অধ্যক্ষ নূরজাহান, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, ভাকোয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বঙ্গতাজ আদর্শ উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক আক্তার হোসেন, ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। এদিকে বিশ্ব শিক্ষক দিবসে কাপাসিয়া উপজেলার সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।