জেলার আগৈলঝাড়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। শুক্রবার বিকেলে শুরু হওয়া বর্ধিত সভা চলে রাত পর্যন্ত। উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন। সভায় তৃণমুল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সকল নেতাকর্মীকে আহ্বান জানিয়ে দলের পূর্নাঙ্গ কমিটি গঠণের ওপর গুরুত্বারোপ করা হয়।