ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার টাংগাব ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের বাসিন্দা ও সাবেক যুবদল নেতা ছালে আকরাম তছলিম কর্তৃক জোরপূর্বক উরপাথর বিল দখল তৎপরতার বিরুদ্ধে আইনগত হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উরপাথর বিলের ভূমি মালিকগণ।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে উরপাথর বিলের ভূমি মালিকগণ এই সংবাদ সম্মেলন করেন।
উপজেলার টাংগাব ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের ৩৬০ কাঠা জমির উপর উরপাথর বিলে গত এক বছর যাবত মাছ চাষ করে আসছিলো প্রজেক্ট মালিক অনিক খান। বর্তমানে তছলিম কতৃক জোরপূর্বক বিল দখলের প্রয়াস চালাচ্ছে বলে দাবী করেন প্রজেক্ট মালিক অনিক খান ও ভূমি মালিকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিল মালিকেরা বলেন, গত ২০২৩ সালে ২৭ এপ্রিল বিলটি অনিক খানকে ভাড়া দেই। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এলাকার দখলবাজ তছলিম বিভিন্নভাবে এই বিল সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত সত্য হল আমরা মালিকগণ সম্মিলিতভাবে ৫ বছরের জন্য অনিক খানকে ভাড়া দিয়েছে। তাই এই অপতৎপরতার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সহায়তা চাইছি।
সংবাদ সম্মেলনে এসময়ে দাবী উপস্থাপন করেন ভূমি মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হাতেম আলী খান, কৃষক আকরাম আলী খান, কৃষক মোঃ কবির, মফিজুদ্দিন শেখ, প্রজেক্ট মালিকের স্বত্বাধিকারী অনিক খানসহ আরো অনেকে। পরে বিলের ভূমি মালিকগণ ও এলাকার লোকজন গফরগাঁও প্রেসক্লাবের সামনের সড়কে আধঘন্টা ব্যাপী মানববন্ধন করে।