নাটোরের সিংড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর ওলামা দল।
সভায় উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সাবেক যুবদলের সভাপতি আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাহমুদুল হাসান, পৌর ওলামা দলের সদস্য সচিব মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ।