কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা সহ ১১টি ইউনিয়নে এ বছর ৫৭টি দূর্গা প্রতিমার কাজ শেষের দিকে। কুলিয়ারচরে ৩২টি পূজা মন্ডপে কাজ চলছে। এরইমধ্যে সরারচর দক্ষিন মিরাপুর শ্মশানকালী মন্দিরের দূর্গা প্রতিমার কাজ শেষ হতে চলেছে। এই ধারাবাহিকতায় বাজিতপুর আনসার ভিডিপি, পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বছর প্রতিটি পূজা মন্ডপে কঠিন নিরাপত্তা বলয়ে আবদ্ব থাকবে। গত শুক্রবার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। বাজিতপুর উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা শফিউল আলম বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তার আনসার ভিডিপি”র সদস্যরা প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা বলয়ে থাকবে।