কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের দিলালপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন কামিল এর সভাপতিত্বে এক বিশাল মতবিনিময় সভাটি জনসভায় রুপান্তরিত হয়। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, গত ১৭টি বছর ফ্যাসিবাদ সরকার বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও মিথ্যা মামলার রাজনীতি শয়লাভ করেছে। এরই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাকে যে নির্যাতন করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। গত ৫ই আগস্ট ফ্যাসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, সদস্য সচিব জসিম মাহমুদ জসিম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রনি ভূইয়া, দিলালপুর ইউনিয়ন যুব দলের, সিনিয়র সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন ভূইয়া প্রমুখ।