ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১ টায় র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সভাটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শিরিন সুলতানা। “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবদুল গাফ্ফার, ভারপাষ্ট্রপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ ইয়াহিয়া, শিক্ষক ইব্রাহিম খলিল, মোঃ শাহআলম নিশাত, শাহিন আনোয়ার, মোঃ নজরুল ইসলাম, আবদুল কাউয়ুম, সুশান্ত মজুমদার, কোহিনুর আক্তার ও শিক্ষার্থী ফতেমা চাদনী প্রমূখ। এ সভায় শিক্ষার্থীদের সঠিক পাঠদান কৌশল সহ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভক্তি ও সম্মান প্রদর্শনের বিষয়ে বিশদ আলোচনা হয়।