ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে জঘন্যতম কটূক্তি ও বিজিবি’র সংসদ সদস্য নিতেশ নারায়ণ কর্তৃক সমর্থন দেয়ার প্রতিবাদে রাজপথে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আলেম ওলামা ও মুসলমানরা। শুক্রবার বাদ জুম’য়া সহস্রাধিক মুসল্লি বিক্ষোভ মিছিল ও পথসভায় করেছেন। তারা ভারতকে ইসলাম ও মুসলমান বিদ্বেষী আখ্যা দিয়ে মুসলমানদের কলিজার টুকরা নবী (স.) কে নিয়ে কটুক্তিকারী রামগিরির ফাঁসি ও বিজিবি সরকারের পতনের দাবী জানিয়েছেন। নবী (স.) কে নিয়ে কটুক্তিকারীকে মৃত্যুদন্ড দেয়ার বিধান সংসদে পাস দাবীর পাশাপাশি তারা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন। সূত্র জানায়, শুক্রবার বাদ জুম’য়া সরাইল সদর ও কালিকচ্ছ এলাকার মসজিদের মুসল্লিরা হাসপাতাল মোড়ে জড়ো হয়। সেখান থেকে সহস্রাধিক মুসল্লি স্থানীয় আলেম ওলামাদের নেতৃত্বে নবী (স.) কে নিয়ে ভারতের পুরোহিত রামগিরির কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা রামগিরি, সংসদ সদস্য নিশাত নারায়ণ ও ভারতের বিরূদ্ধে বিভিন্ন ধরণের স্লোগানে ফেঁটে পড়েন। সরাইল সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পথ সভায় মিলিত হয়। মাওলানা মঈনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় ও মাওলানা জহিরূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন-মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা শেখ মো. আমান উল্লাহ, মুফতি মুর্শিদ চৌধুরী ও ছাত্র সমন্বয়ক মো. আমান। বক্তারা বলেন, আমাদের কলিজার টুকরা নয়নের মণি জীবনের চেয়েও প্রিয় মহানবী (স.) কে কটূক্তি ও অপমান মুসলমানরা কখনো মেনে নিবে না। রামগিরি নিস্পাপ নবীর চরিত্র স্ত্রী ও ধর্ম নিয়ে কটূক্তি করেছে। আর বিজিবি’র সংসদ সদস্য নিতেশ তার সমর্থন করেছেন। মুসলিম হত্যায় উৎসাহিতও করেছেন। আমরা নিতেশকে জিজ্ঞেস করতে চাই আপনরা যদি মুসলমানদের হত্যা করেন তবে সারা পৃথিবীর ও আমাদের দেশের হিন্দুদের কে রক্ষা করবে? আমাদের ধর্ম সাম্প্রদায়িক সম্প্রিতিতে বিশ্বাসী। কিন্তু আপনার মুসলমান বিদ্বেষী। বাংলাদেশে যে সরকার নবীর কটুক্তিকারীকে মৃত্যুদন্ড দেয়ার আইন করবে আমরা তাদেরকেই নির্বাচিত করব। সরকার বাহাদুরের কাছে নবীকে কটূক্তির অপরাধে জড়িতদের বিচারের জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে অবহিত করার দাবী রাখছি। অন্যথায় আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে বাধ্য হব। বক্তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ বাংলাদেশের হিন্দুদের উপর, তাদের মন্দির বা উপাশনালয়ে হামলা করবেন না। বরং পাহাড়া দিয়ে সেগুলি রক্ষা করবেন। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে গত জালিম সরকারের প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন। সকলে সতর্ক থাকবেন। মন্ডপ পাহাড়া দিবেন। সবশেষে দোয়ার মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।