দ্রব্যমুল্য নিয়ন্ত্রন, রেশনিং ব্যবস্থা চালু করা এবং ব্যবসায় সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে জনজীবনে শান্তি ফিরিয়ে এনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবীতে পিরোজপুরে কমিউনিস্ট পার্টি সমাবেশ করেছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় টাউনক্লাব সড়কে অনুষ্ঠিত সমাবেশে কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ডা. তপন বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন পান্না, অ্যাড. পরিতোষ সমাদ্দর, কৃষ্ণ লাল গুহ, স্বপন কুমার চক্রবর্তী, অ্যাড. বাহাদুর হোসেন, নুহু মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এক স্বৈরশাসককে বিতাড়িত করে আমরা অন্য কোন স্বৈরশাসককে নতুন করে ক্ষমতায় দেখতে চাইনা। অন্তর্বর্তীকালীন সরকার দু’মাসিধককাল ক্ষমতায় থাকলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন গতিতেই বেড়ে চলছে। সাধারন মানুষ এখন দিশেহারা। তাই ব্যবসায় সিন্ডিকেট ভেঙে দিয়ে অবিলম্বে দ্রব্যমুল্যের উর্ধগতি রোধ করে সারা দেশে সর্বস্তরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।