ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল এর সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল লেনিন, ক্যাপ্টেন জুবায়ের হোসেন, সহকারী পুলিশ সুপার অরিত সরকার, থানা অফিসার ইনচার্জ রুকনুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রচার সম্পাদক আঃ করিম সরকার ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, বিএনপি নেতা শমসের আলীসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর ফুলবাড়িয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ৫৬ পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে বলে জানাগেছে।