টাঙ্গাইলের দেলদুয়ারে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে হতে এক শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ আল নূর এর সভাপতিত্ব শোভা যাত্রা শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা: আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো :আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি মো আতিকুর রহমান,
রোরহানুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ ইব্রাহীম খলিল। এলাশিন মওলানা ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো : রফিকুল ইসলাম।