নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অংগ-সহযোগী সংগঠন কতৃক আয়োজিত শনিবার দুপুরে পলাশবাড়ি চাঁচাইবাড়ি কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা ও সবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক সভাপতি গোলঅম রহমান। এ সময় বিএনপি নেতা আবদুল গণি, উপজেলা যুবদল আহ্বায়ক ইকবাল শাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহিয়া শাহ্ মাতিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, এহসান কবির বিপ্লব ও এনামুল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন অর রশিদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।