নীলফামারীর সৈয়দপুরে প্রায় দুই মাস ধরে পানি বন্দী অবস্থায় রয়েছে ১০ হিন্দু পরিবার। বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার পরও পানি নিস্কাশনের কোন ব্যবস্থা হয়নি। ফলে পরিবারের সদস্যদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন শ্রী সুবাস চন্দ্র রায়সহ দশ পরিবার। এটি ঘটেছে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড কয়ামিস্ত্রীপাড়ার হিন্দুপাড়ায়।
ভুক্তভোগী পরিবারের কর্তা শ্রী সুবাস চন্দ্র রায় জানান, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার প্রতিবেশী শ্রী কার্তিক চন্দ্র রায় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের একজন সক্রীয় নেতা। তিনি আমাকে নানাভাবে হয়রানি করে আসছেন। আমার নিজস্ব জমিতে ১৯৯১ সাল থেকে পূজা করে আসছি। ২০২২ সালে তিনি সেখানে পূজা করতে বাঁধা দেন। তারপর আমি আইনি প্রক্রিয়ায় পূজা করার অনুমতি পাই।
এরপরেও ওই কার্তিক আমাকে সে সময় পূজা করতে দেয়নি। বিশৃংখলা এড়াতে আমি পরবর্তীতে
সেখান থেকে আমার আর একটি জমিতে পূজা করে আসছি। পূজা নিয়ে যখন তিনি আমার সাথে লড়াইয়ে পারলেন না তখন আমার বাসা যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ নিয়ে মেতে ওঠেন।
তার বাসার পানিতে আমার যাতায়াতের রাস্তা তলিয়ে যায়। পানি নিস্কাশনের পথ না থাকায় বর্তমানে হাঁটু পানি পাড়ি দিয়ে বাসার লোকজনকে যাতায়াত করতে হচ্ছে। পানি নিস্কাশনের পথ বের করতে গেলে তারা আমাকে বাঁধা দিচ্ছে। ফলে পানিবন্দী অবস্থায় আমরা চরম দুর্ভোগে ১০ পরিবার।
এ বিষয়টি বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান জুনকে অবহিত করলে তিনিও এসে কোন সুরাহা করতে পারেননি।
আমার যাতায়াতের রাস্তায় পানি নিস্কাশনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন এলাকার প্রতিবেশী কার্তিক চন্দ্র রায়,অনিল চন্দ্র রায়,অনুক চন্দ্র রায়সহ আরো কয়েকজন। এদিকে আমার জমিতে গীতা স্কুল প্রতিষ্ঠা করা নিয়েও তারা হয়রানি করছেন।
বর্তমানে আমি নিরুপায়। কাদাপানিতে একাকার আমার বাসা যাতায়াতের রাস্তা। আমি পানিবন্দীর হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করছি।