বরিশালের আগৈলঝাড়া উপজেলা ও ইউনিয় বিএনপির নেতাকর্মীদেরনিয়ে শুক্রবার সন্ধ্যায় আগৈলঝাড়া এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ধিত সভায় কনেরন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কবির হোসেন তালুকদার।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেন, আগের সরকার ছিলো ভোট চোরের সরকার, নিশিরাতের সরকার। বর্তমানে অন্তরবর্তিকালিন সরকার দেশে। নির্বাচিত সরকার গঠিত করার পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাহবে ছাত্র-জনতা এই হত্যার বিচার করার জন্য। জনগণের ভোটে সরকার গঠন করার পরে পলাতক খুনিদের দেশে ফিরিয়েএনে বিচার না হওয়া পর্যন্ত জেলে আটক রাখা হবে। তিনি আরো বলেন, আমরা দেশে আইনের শাসন তৈরি করতে চাই। আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, সংস্কার করতেচাই। আমাদের দলের ভিতরে কোন সন্ত্রাসীকে আশ্রদেয়া হবেনা।
সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজ শিকদার, শাহ মোহাম্মাদ বখতিয়াল, গৈলা ইউনিয় বিএনপির আহবায় এনায়েত খান মনু, সদস্য সচিক বদিউজ্জামান মোল্লা সরল, বাগধার ইউনিয় বিএনপির মো. জামাল বখতিয়ার, বাকাল ইউনিয় বিএনপির রেজাউল কারিম সরদার, রাজিহার ইউনিয় বিএনপির মোহাম্মাদ আলী ও শ্যামল ঘটক প্রমূখ।