বৃষ্টির অজুহাতে কালীগঞ্জ বাজারে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচসহ সব ধরনের সবজি। এতে ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
শহরের বিভিন্ন বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বেগুন। ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সুস্বাদু এ সবজি। চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বৃষ্টির অজুহাতে এ সপ্তাহেও সবজি ও কাঁচামরিচের বাড়তি দাম অব্যাহত রয়েছে। স্বস্তি নেই অন্যান্য নিত্যপণ্যতেও।
প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয় ২৪০থেকে ২৬০ টাকা কেজিতে। অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে বাড়তি দামে। গাজর ১৬০ টাকা কেজি। উচ্ছে, বরবটি ১০০ টাকা, কাকরোল ১০০ টাকা, কচুরলতি ৮০, করলা ১০০, ওল ১০০, লাউ, ঢেড়স ৭০, কচুর মুখি ১০০, শসা ৮০, ঝিঙ্গে ৮০, পটল ৮০, মিষ্ট কুমড়া ৮০, কলা ৮০০, পঁপে ৩০ টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে আগাম আসা শীতকালীন সবজি। শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। ফুলকপি ১২০ টাকা, টমেটে ১৪০ টাকা, বাঁধাকপি এবং মুলা ৮০ টাকা কেজি। এ ছাড়া আলু ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা নাজিম উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে বাজারে সরবরাহ সংকটের কারণে সবজির দাম কমছে না। সবজি বিক্রেতা মিরাজ হোসেন বলেন, মৌসুমের বৃষ্টি শেষের দিকে, সামনে সপ্তাহ থেকে সবজির দাম কমতে পারে।
এদিকে, মাংসের বাজারে বাড়লো মুরগির দাম। কেজিতে দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে। সোনালী মুরগিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজিতে। লেয়ার মুরগি ৩৪০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। গরুর মাংস ৭০০ টাকা কেজি। খাসির মাংস ১১০০ থেকে এক হাজার টাকা। অন্যদিকে আমদানির পরেও ডিমের বাজার অস্থির। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা হালিতে। সোনালী মুরগির ডিম ৫৬ টাকা, দেশি মুরগির ডিম ৬৪ টাকা, হাঁসের ডিম ৭২ টাকা এবং কোয়েল পাখির ডিম ১৪ টাকা হালি।
চালের বাজারে মোটা ও চিকন সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। স্বর্না চাল ৫২ থেকে ৫৪ টাকা কেজি। আঠাশ ৬০ থেকে ৬২ টাকা। কাজললতা ৬০ থেকে ৬৫ টাকা। বাসমতি ৮৫ থেকে ৯০ টাকা। নাজির শাইল ৭৫ থেকে ৮৫ টাকা কেজি।
মুদি বাজারে খোলা সয়াবিন তেল ১৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল ১৭০ টাকা লিটার। মুগ ডাল ১৬০ থেকে ১৭০ টাকা। মসুরের ডাল ১১০ থেকে ১৪০ টাকা। ছোলার ডাল ১৩০ থেকে ১৪০ টাকা। বুটের ডাল ৭৫ টাকা। খোলা আটা ৪০ থেকে ৪৫ টাকা কেজি। প্যাকেট আটা ৫০ টাকা। চিনি ১৩০ টাকা কেজি। লবন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে বিক্রি হয় ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। রসুন ২২০ থেকে ২৪০ টাকা। আদা ২৮০ থেকে ৩২০ টাকা। অন্যান্য মশলাতে বাড়তি দাম অব্যাহত রয়েছে। জিরা বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকা কেজিতে। এলাচ তিন হাজার ৫০০ টাকা। লবঙ্গ এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা। গোলমরিচ এক হাজার টাকা। দারুচিনি ৫০০ থেকে ৭০০ টাকা কেজি।