“শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ গ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বদেন ইউএনও মো: আরিফ আদনান। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো: আরিফ আদনান। এতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, অ্যাকাডেমিক সুপার ভাইজার কনক রায়, নিতপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবদুল করিম, নিতপুর সরকারি স্কুল এ- কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল খালেক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম এবং সুহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। সহকারি শিক্ষক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এতে প্রধান শিক্ষক আকবর আলী, মোশারফ হোসেন, আসফাকুল আসেকিন, আবদুর রইচ উদ্দিন, সহকারি শিক্ষক মতিউর রহমান, সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।