কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুরে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের সার্বিক সহযোগিতা ও সমাজ উন্নয়নের প্রত্যয় নিয়ে দারুল হিকমাহ ইসলামি সমাজ কল্যাণ সংসদ এর উদ্বোধন করা হয়েছে। সমাজ কল্যাণ সংসদটির উদ্বোধনী অনুষ্ঠানে ৪ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় সংসদ এর সভাপতি ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলীর সভাপতিত্বে, সেক্রেটারি মাওঃ মামুনুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আবদুর রউফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ মোশাররফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক, প্রভাষক আলহাজ্ব মাওঃ নুরুজ্জামান হাবিবি।এ ছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের ১নং ওয়ার্ড সভাপতি মাওঃ মোবারক হোসেন, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে সমাজ কল্যাণ সংসদের শুভ উদ্বোধন ঘোষণা করেন।