টাঙ্গাইলে জাতীয়তাবাদী জনতা দলের উদ্যোগে জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টবর) বিকেলে শহরের ভাসানী হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জনতা দলের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রায়হানুল ইসলাম রাজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, জেলা মহিলাদলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারন সম্পাদক ইজাজুল হক সবুজ ও সদর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শেখহাসিনা ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হবে না। তাকে সেখান থেকে প্রশাসন দিয়ে ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। যে ভাবে নিরীহ মানুষকে অন্যায় ভাবে ধরে নিয়ে আয়না ঘরে রেখেছে, ঠিক তেমনি ভাবে বিডিআর বিদ্রোহ, ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যা, হেফাজত ইসলামকে রাতের আধাঁরে গুলি করে হত্যা করে লাশ ঘুম করে ফেলার অপরাধে তাকেও হাজার বছর আয়নাঘর নামক জেলে পঁচে মরতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনতা দল টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক ইবাদুল ইসলাম।