মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীকে আহ্বায়ক ও ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম কে সদস্য সচিব করে বাংলাদেশ শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলার শিক্ষকদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক তাজুর রহমান (শিলুয়া উচ্চবিদ্যালয় ও কলেজ), রাশেদা বেগম (সাগরনাল উচ্চ বিদ্যালয়), মো: শহিদুজ্জামান (হাজী সোনা মিয়া আ: উ: বি:), জাকারিয়া মাহমুদ (ছোট ধামাই উচ্চ বিদ্যালয়), সাহেদুর রহমান (জীবন জ্যোতিনগর উ:বি), আবদুল গফুর সেলিম (মুক্তিযোদ্ধা এলবিনটিলা উ: বি:), সাইফুল ইসলাম (কৃষ্ণনগর বাছিরপুর উ: বি:)।
কার্যকরী কমিটির সদস্য মো: জামাল হোসেন (কচুরগুল উ: বি:), মো: নজরুল ইসলাম ( মক্তদীর বালিকা উ: বি:), মোঃ চাঁদ আলী (নিরোদ বিহারী উ: বি:), সামিউল নিয়ন (শিলুয়া স্কুল এ- কলেজ), শাহিন মিয়া (জায়ফরনগর উ: বি:), ফজলুল হক (হোছন আলী উ: বি:), হোসাইন মোঃ এরশাদ (ফুলতলা বশির উল্লাহ উ: বি:), দেলোয়ার হোসাইন (রাঘনা বটুলী উ: বি:), সুন্দর আলী (হাজী ইনজাদ আলী উ: বি:), মোঃ মুহিবুর রহমান (মক্তদীর বালিকা উ:বি:), আলম বাদশা (নিরোদ বিহারী উ:বি:), আল আমিন (মনোহর আলী এম সাইফুর র: উ: বি:), গোলাম রউফ (পাতিলাসাঙ্গন উ:বি:),
আকলিমা বেগম (মক্তদীর বালিকা উ:বি:),
মামুনুর রশীদ (ছোটধামাই উ:বি:),
জয়নাল আবেদীন (সাগরনাল উ:বি:), নূরুল ইসলাম (ফুলতলা বশির উল্লাহ উ:বি:), সোহরাব হোসাইন (কচুরগুল উ:বি:) প্রমুখ।