জয়পুরহাটের ক্ষেতলালে র্দূবৃত্তের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত মতিন মেম্বার (৫৫) উপজেলার মধুপুকুর বাজারের মৃত আবদুস সামাদের ছেলে। সে উপজেলা আলমপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য ছিলেন।
গত ৩১ আগস্ট দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রায় একমাস পর ২ সেপ্টেম্বর বুধবার নিজ বাড়ীতে আবারও অসুস্থ হয়ে পরলে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, মতিন মেম্বার গত ৩১ শে আগস্ট শনিবার আনুমানিক রাত ১০টার সময় বাড়ির বাহিরে খুলিয়ানে একা বসেছিলেন। ওই সময় পিছন থেকে কয়েকজন দুষ্কৃতিকারী এসে তার মুখ চেপে ধরে উপজেলার বানিয়াচাপড়-মধুপুকুর বাজারের রাস্তার পার্শ্বে ব্রীজের নিকট নিয়ে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা মারাত্মক জখম ও মাথায় আঘাত করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। রাত অনুমান ১২ টার দিকে তার জ্ঞান ফিরলে প্রথমে ওই পরিষদের ইদ্রিস মেম্বারকে ফোন করে জানায়। ইদ্রিস লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দির্ঘদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে প্রায় একমাস তিনদিন পর বুধবার পেটের সমস্যা জনিত কারণে অসুস্থ হলে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মতিন মেম্বারের ছোট ভাই নুর আলম বলেন, পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা বাড়ি থেকে রাতের আঁধারে জোরকরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ও দুই পা ক্ষত বিক্ষত করেছে। শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত ও ফুলা জখম দেখা গেছে। দীর্ঘ একমাস তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল সন্ধ্যায় আমার ভাই মারা গেছে। যারা এই হত্যার সাথে জড়িত তাদের বিচার চাই।
ক্ষেতলাল থানার কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গত ৩১ আগস্ট রাতে ইউপি সদস্য আব্দুল মতিন দুর্বৃত্তদের হামলার স্বীকার হয়েছিল। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর নিজে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েজন আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন। জেনেছি ২ আগস্ট বুধবার পেটে সমস্যার কারণে অসুস্থ হলে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।