কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জামায়াত ইসলামি ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আবদুল মতিন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মাওলানা আবদুল হামিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন হামিদী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা আনোয়ারুল ইসলাম আইনি প্রমুখ।
বক্তারা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে জালেমদের স্থান হতে পারে না। স্বৈরাচার সরকারের পতনের পর এখন সকল ধর্ম ও মতের মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারছে। এই গণতন্ত্রের ধারা, সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে।