আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে পয়ঃ নিস্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় শিক্ষক মিজানুর রহমানের বসত ভিটা পানি বন্ধী হয়ে পড়েছে।
শিক্ষকের পিতা আবদুস সামাদ সরদার আনুমানিক ১৯৮০ সাল থেকে মাড়িয়ালা মৌজায় ৩০৪৫ থেকে ৩০৫৪ পর্যন্ত ১০টি দাগের উপর বসত বাড়ী নির্মান করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। ঐ মৌজার সাবেক ২৯৯২ দাগের পশ্চিম সীমানা দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বর্তমানে তার ভাইপোরা পানি নিষ্কাশনের পথটি রূদ্ধ করার কারণে বাড়িটি পানি বন্ধী হয়ে পড়েছে। বর্তমানে বসতভিটার উপর প্রায় ১থেকে দেড় ফুটের মত পানি জমে আছে।পিতার মৃত্যুর পর স্কুল শিক্ষক মিজানুর রহমান পানি বন্ধী অবস্থায় তার মাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।