সারাদেশের ন্যায় তারাগঞ্জ উপজেলাসহ রংপুরের ৮ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার বিকেলে উপজেলা চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হয়ে প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করনের দাবিসহ দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ সময় মানববন্ধনে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় ছুটির পর বিকেলে শিক্ষকরা উপজেলা চত্বরে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে শিক্ষকরা তাদের দাবিকে যৌক্তিক দাবি বলে উল্লেখ করে অতি সত্বর দাবি পুরোন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করেন।