পিরোজপুরের নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় বুদবার রাতে মামলা হলে গতকাল তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শহিদুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা মো: হুমায়ুুন কবির, গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: মিন্টু ফকির ও আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মুহিদ মাহামুদ।
গত বছর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেসতা-কর্মীরা উপজেলা বিএনপি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ অভিযোগে বুধবার রাতে উপজেলা যুবদলের সদস্য মোঃ আসাদ বাদী হয়ে স্বরূপকাঠি থানায় ৩৮ নেতাকর্মীকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনি দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম রিপন, যুবলীগ নেতা মো: মাশরুল আলম রাজীব, স্বাধীন আইচ সরকার, স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক মো: তানজিম আহমেদ।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন জানান, এক বছর পূর্বে বিএনপি'র অফিস ভাঙচুরসহ আগুন সন্ত্রাস ও বিএনপি নেতা কর্মীদের মারধরের অভিযোগে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।