বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২৯ একর ৩১ শতাংশ জায়গা দখল দারদের কাছে থেকে উদ্ধারের জন্য আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে এক ভূক্তভূগী অ্যাডভোকেট ভূইয়া আলমগীর হোসেন। তিনি অভিযোগ করেন বিগত আওয়ামীলগী সরকারে সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থাণীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ্ প্রভাবের কারণে আমি আমার সম্পতি দখলে যেতে পারি নাই।
বৃহস্পতিবার আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অ্যাডভোকেট ভূইয়া আলমগীর হোসেন তার লিখিত বক্তব্যয়ে বলেন, আগৈলঝাড়া উপজেলায় ৬টি মৌজায় ২৯ একর ৩১ শতাংশ জায়গার মধ্যে ১ একর ৩১ শতাংশ সম্পত্তি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থাণীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ্ প্রভাবের তার পিতার নামে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের নামে দখল নেয়। আমি বিএনপি করার কারণে আওয়ামী লীগের ভয়ে এলাকায় আসতে পারিনাই। স্থানীয়রা মিলে প্রভাব খাঁটিয়ে বাকি ২৮ একর জায়গাও বিভিন্ন জনে দখন করে নেয়।
ওই সম্পত্তির মালিক ছিলেন উপজেলার বাকাল গ্রামের শহীদ সুরেন্দ্র নাথ চ্যার্টাজী। তাকে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে সময় পাকহানাদার বাহিনী সুরেন্দ্র নাথ চ্যার্টাজীকে গুলিকরে হত্যা করে। এর পরে ওই সম্পত্তির মালিক হয় সুরেন্দ্র নাথ চ্যার্টাজীর ৬ ছেলেরা। তারা সকলে ভারতে থাকে। আমি (ভূইয়া আলমগীর হোসেন) সুরেন্দ্র নাথ চ্যার্টাজীর ৬ ছেলের কাছ থেকে ভারত গিয়ে আমমোক্তারনামা আনি।আমি আমমোক্তারনামা বলে আদালতের মাধ্যমে ওই সম্পত্তির মালিক হই। আমি মালিক হবার পরেও শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ স্থাণীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ্ প্রভাবে দখল করে রেখেছে। আমি আমার সম্পত্তি উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীদের সহযোগিতা চাই। এ সময় তার সাথে সংবাদ সম্মেলন উপস্থিতছিলেন, আভা মূখার্জী, তারেক ফকির, শুভাষ দাস, সুরে রায় সহ অনেকে
এ ব্যাপারে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেস্যার তোফজ্জেল হোসেন বলেন, ১ একর ৩১ শতাংশ সম্পত্তি কলেজের নামে রেকর্ড রয়েছে। আমরা ওই সম্পত্তি রেকর্ড মূলে দখলে আছি। বাকি আরো কিছু সম্পত্তি আমরা সরকারের কাছথেকে লিজ (ডিসিআর) নিয়েছি।