কথিত ক্রসফায়ারের ঘটনায় বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপণ্ডপুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে কর্মরত তানভীর আরাফাতসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এর আগে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালীন ২০২০ সালের ২৫ জুলাই ক্রসফায়ারে নিহত হন বিএনপি কর্মী কুদরত আলী, ২০১৮ সালের ৮ মে যুবদল কর্মী আলতাব হোসেন ও একই বছরের ৩০ অক্টোবর পুলিশের ক্রসফায়ারে নিহত হন বিএনপি কর্মী মদন আলী।
বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ওই ঘটনায় তিন পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় পৃথক তিনটি এজাহার দাখিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এখন কর্মকর্তাদের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও বলেন, তিনটি মামলায় কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার ও বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপণ্ডপুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত, পুলিশের আরও চার কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপণ্ডপুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, মামলার কথা আমিও শুনেছি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভ পন্ড করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের ছবি তোলায় বেশ কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করেন উপণ্ডপুলিশ কমিশনার তানভীর আরাফাত।