কয়রায় জাতীয় কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা শাকবাড়িয়া স্কুল এ- কলেজে পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতার এই দিবসটি পালন করা হয়। কয়রা উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেক, কয়রা শাকবাড়িয়া স্কুল এ- কলেজের শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, তৃঞ্চা রানী দাস, পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, এনসিটিএফের সদস্য মিলন মুন্ডা, প্রসেনজিত মুন্ডা, রত্মা মুন্ডা,নমিতা মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।