খুলনার কয়রায় সরকারি মহিলা কলেজ, কপোতাক্ষ কলেজ, ও শাকবাড়িয়া স্কুল এ- কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সাথে শিক্ষা- শৃঙ্খলা ফিরিয়ে আনতে মত বিনিময় করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার ৩ (অক্টোবর ) বেলা ১১ টায় কলেজের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তিনি তার বক্তব্য বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার গন অভূর্থানে এ দেশ পুনরায় উজ্জীবিত হয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা, শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা বদ্ধ পরিকর। কয়রার ঐতিহ্যবাহী এসকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো বিগত ১৫/১৬ বছর থেকে শিক্ষা ব্যবস্থা ও শৃঙ্খলা অনেকটা ভেঙ্গে পড়েছে।তাই সময় এসেছে কলেজে আগের ঐতিহ্য, শিক্ষা, শৃঙ্খলা ফিরিয়ে এনে নতুন শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের ধর্মীয় বিশ্বাসে উদ্বুদ্ধ করন করতে হবে। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কয়রা উপজেলা সেক্রেটারি শেখ সাইফুল্ল্যাহ, কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যাক্ষ এস এম আমিনুল রহমান, কপোতাক্ষ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ মাওঃ ওয়ালিউল্লাহ, কয়রা শাকবাড়িয়া স্কুল এ- কলেজের অধ্যাক্ষ আবু বকর সিদ্দিকী মহিলা কলেজের সহকারী অধ্যপক মো, রুহুল কুদ্দুস,কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ। মতবিনিময় সভায় কলেজের শিক্ষক -কর্মচারী সহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।