দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম বেলেঘাটে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় দিঘলিয়ার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার (৩ অক্টোবর) সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়ন উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ব্যাপী উপজেলার নদীগুলোতে ইলিশ আহরণ বন্ধে এ সচেতনতা সভার আয়োজন করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, সৈয়দ শাহজাহান, সেনহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের ইউপি সদস্য ঝর্ণা আক্তার, আকবর হোসেন, রিপন সর্দার, আসাদুজ্জামান খামারী, রাজু আহমেদ, শেখ তারেক প্রমুখ। এ সচেতনতা সভায় ইলিশ সম্পদ উন্নয়নে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব আরোপ করা হয়। ইলিশ সম্পদ উন্নয়নে মা ইলিশ সংরক্ষণে উল্লিখিত ২২ দিন উপজেলার নদীগুলো অর্থাৎ ভৈরব, আতাই ও মজুদখালী নদীতে মাছ শিকার বন্ধ থাকবে। পাশাপাশি সরকারের এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ এলাকার হাট বাজারগুলোতেও কারেন্ট জাল আমদানি ও বিক্রেতার বিরুদ্ধেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম এ প্রতিবেদককে জানান।