জামালপুরের মেলান্দহে সরকারি প্রাথমিক বিদ্যালেয় প্রধান শিক্ষকদের ৯ম ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ও বিভাগীয় শতভাগ পদোন্নতির দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতি মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। ২ অক্টোবর বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গেইটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ( কাসেম- শাহীন পরিষদের) সভাপতি মাহবুবুর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি চরবানিপাকুরিয়া সপ্রাব'র প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লাহ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেলান্দহ উপজেলা শাখার নির্বাহী সভাপতি ও টনকি সপ্রাবি"র প্রধান শিক্ষক আহসান মনির,পূর্ব বাঘাডো সপ্রাবি'র প্রধান শিক্ষক জাকিয়া ইয়াসমিন, বাসুদেব পুর সপ্রাবি'র প্রধান শিক্ষক কবি আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বারইপাড়া সপ্রাবি'র সহকারি শিক্ষক মাসুদুর রহমান,কেপি সপ্রাবি'র সহকারি শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। মানবন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদন করা হয়।