ভোলার দৌলতখানে ভোলা জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তিন অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজ হাসনাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসান তারেক, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটারি মুফতি নুর হোসাইন কাসেমী, বাংলাদেশ ইসলামি আন্দোলনের উপজেলা আমির আবু সাইদ আব্বাসী, প্রেস ক্লাব সভাপতি জাকির আলম, জয়নাল আবদিন ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জামিল মোর্শেদ প্রমুখ। সভায় জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হক ও সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শম ফারুক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম।
পরে জেলা প্রশাসক উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোট ধলী গ্রামের বখতার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাজাহানের স্ত্রী ফাতেহার বাড়িতে গিয়ে তাকে বিশ হাজার টাকার একটি চেক প্রদান করেন।