কিশোরগঞ্জের বাজিতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ মুরাদ হোসেন। গত সোমবার দুপুরে তিনি বাজিতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন। এর আগে তিনি টাঙ্গাইল বাসাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ছিলেন। নতুন ওসি বাজিতপুর উপজেলার এলাকার পুলিশ সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে। তিনি কুড়িগ্রাম রৌমারী উপজেলার সন্তান। অন্যদিকে, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ হেলাল উদ্দিন পিপিএম হিসেবে যোগদান করেন। তিনিও গত সোমবার বিকেলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। ২০১৭ সালের গাজীপুর জেলার শ্রীপুর হাইওয়ে থানার হেডকোয়ার্টার হতে ২০১৯ সালে ঢাকা হাইওয়ে হেডকোয়ার্টারে ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল থানার তদন্ত ওসি হিসেবে ছিলেন। পরে টাঙ্গাইল জেলার ডিবি ওসি হিসেবে ৩ বছর কাজ করেছেন। তিনি জানান, কুলিয়ারচর আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং সহ সকল অপরাধ প্রতিরোধের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও গ্রামে।