প্রতিমা ভাংচুরের ঘটনায় যোগদানের মাত্র ১৫দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে পাবনার সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযমকে। গত বুধবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো জানান, হিন্দু সম্প্রদাযের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেরার বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরী করা হয়। গত ২৯অক্টোবর দিবাগত রাতে কতিপয় দুষ্কৃতিকারী সুজানগর পৌরসভার ঋষিপাড়া বারোয়ারি পূজামন্ডপে তৈরীকৃত দুর্গা প্রতিমাসহ ৪টি প্রতিমা ভাংচুর করে। এর মাত্র ৪দিন পর গত ২অক্টোবর দিবাগত রাতে একই এলাকার মানিকদীর বারোয়ারি পূজা মন্ডপে তৈরীকৃত দুর্গা প্রতিমাসহ আরো ৫টি প্রতিমা ভাংচুর করে দুষ্কৃতিকারীরা। মাত্র ৪দিনের ব্যবধানে একই এলাকার দু’টি পূজা মন্ডপে ৯টি প্রতিমা ভাংচুরের ঘটনায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এতে সংশ্লিষ্ট প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়েন। এরই প্রেক্ষিতে ওইদিন সন্ধ্যা রাতে মাত্র ১৫দিন আগে যোগদান করা সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযমকে থানা থেকে প্রত্যাহার করে উপজেলার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ গোলাম মোস্তফাকে থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। সুজানগর থানা পুলিশ নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।