পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবিপি) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের প্রথম ব্যাচের ক্লাস ২৮ অক্টোবর শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলোক কুমার সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বশেমুরবিপ্রবিপি এর উপাঁচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের ৪ টি বিভাগে ১৫৮ জন শিক্ষার্থীকে নিয়ে ২৮ অক্টোবর সোমবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এ ৪ টি বিভাগের মধ্যে গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স এ- ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন করে এবং পরিসংখ্যান বিভাগে ৩৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ৪টি বিভাগে মোট ১৫৮ শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ খোলা হবে।
ড. সাইফুদ্দিন জানান ২০২২ এর ২০ সেপটেম্বর এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত ভুমি অধিগ্রহনের কাজ শেষ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোন ভবনের ব্যবস্থা হয়নি। তাই ভাড়া বাড়ীতেই বেশ কয়েকটি ক্লাস রুম, টিচাসর্ রুম ও দুটি ল্যাব-এ আপাতত পাঠদান ও অফিসের কার্যক্রম চলবে।
উল্লেখ্য আনুষ্ঠানিক যাত্র শুরুর পূর্বেই গত ১৯ সেপটেম্বর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের সব ধরনের রাজনীতিসহ ধুমপান, মাদক সেবন ও বহন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।