মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শারীরিক অবস্থা দেখে নিহতের বয়স ৩৮ এর কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা সোহেল আহমেদ বলেন, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল দশটার দিকে কাজীপুরা বাইতুন নাজাত মাদ্রাসা সংলগ্ন মেঘনা নদীর তীরে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় কয়েকজন। পরবর্তীতে বিষয়টি আমরা গজারিয়া থানা ও নৌপুলিশকে জানাই।
স্থানীয় বাসিন্দা কাজীপুরা গ্রামের আবদুর রহমান শেখের স্ত্রী রাবেয়া বসরী জানান, প্রতিদিনের মত আজও হাঁসের ফার্মে কাজে এসে দেখি ফার্মের পিছনে নদীর তীরে এক ব্যক্তির লাশ। গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি এখানে ছিলাম তখন কোন লাশ দেখি নাই। মনে হয় রাতের কোন একসময় লাশটি এখানে ভেসে এসেছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।