পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৩অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, নৌ পুলিশ ইনচার্জ মোঃ আনিসুর রহমান, এস,আই অশোক চন্দ্র তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, মা ইংলিশ সংরক্ষণের সময় বরফ কল বন্ধ থাকবে। ১১ ও ১২ অক্টোবর কাউখালীতে নদীসহ বিভিন্ন এলাকায় মাইকিং করতে হবে। উপজেলার বিভিন্ন স্থানে মৎস্যজীবীদের সচেতনামূলক সভা করার পরামর্শ দেন তিনি। মা ইলিশ সংরক্ষণের সময় যদি কোন মৎস্যজীবী আইন ভঙ্গ করে মাছ শিকার করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে মা ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।