ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখমসহ দুইটি দাঁত ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত জেলার গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন ফকিরকে (৭৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত বৃদ্ধ মিলন ফকির অভিযোগ করে বলেন, আশোকাঠী গ্রামের নুর আলম ফকির তুচ্ছ ঘটনার জেরধরে আমার মুখের ওপর ঘুষি দিয়ে দাঁত ফেলে দিয়েছে। পরে নুর আলম ও তার ছেলে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ব্যাপারে অভিযুক্ত নুর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় দায়ের করা লিখিত অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।