গাজীপুরের কাপাসিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন আরজুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।
গত বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি কার্যালয়ে শিক্ষক নেতা ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আমিনুল হক চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন কিরণ, মহসিন আকন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ। এ ছাড়া কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ ও সদস্য সচিব সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির এক বিশেষ সাধারণ সভায় ১২ জন সদস্য নিয়ে নবগঠিত কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সদস্য মীর মোহাম্মদ মাসুম করিম, ছানাউল্লাহ, নূর মোহাম্মদ মোড়ল, আবু হানিফ সরকার, মোঃ তাজউদ্দীন, মহিলা সদস্য জোলেখা পারভীন।