যশোরের কেশবপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপী নেতা নিতেশ রানে কর্তৃক সমর্থনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের পাবলিক ময়দানে কেশবপুর উলামা পরিষদ ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
কেশবপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আছয়াদুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আবদুস সামাদ, অধ্যাপক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, মাওলানা আবদুল হাই সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবদুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, হাজী আবদুল মান্নান, নুরুজ্জামান চৌধুরী, শাহাদাৎ হোসেন প্রমুখ।