সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড পরিবর্তনের একদফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ সহকারী শিক্ষক।
বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে বুধবার বিকেলে সেনবাগ উপজেলা পরিষদের সামনে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ সহকারী শিক্ষক। এ সময় বক্তাব্য রাখন, শিক্ষক গোলাম মাওলা বাবু, আফরোজা বেগম ও মোঃ মোকারম হোসেন প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন ৮ম শ্রেনী পাস ড্রাইভারে বেতন গ্রেড ১২তম অথচ আমরা স্নাতক ডিগ্রি পাস শিক্ষক আমাদের বেতন গ্রেড হচ্ছে ১৩তম যা লজ্জাকর ও অপমান জনক। অভিলম্বে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে এবং শতভাগ পদে বাস্তবায়নে প্রধান উপদেষ্ঠার দৃষ্টি আর্কষন করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের মাধ্যমে প্রধার উপদেষ্ঠার বরাবর একটি স্বারক লিপি প্রদান করে।