নাটোরের সিংড়ায় ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনুদান প্রদান ও প্রত্যেক পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টায় সিংড়া পৌরসভা হলরুমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আলোচনা সভায় এই অনুদান প্রদান করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার তিন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের দশটি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এক লাখ ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান ও ৮৩ টি পূজা মন্ডবে শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক ডাহিয়া ইউপি চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, সাবেক ইটালী ইউপি চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব উৎপল কুমার, পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস সরকার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ জিয়ার দল, দেশ প্রেমিকের দল। আর আওয়ামী লীগ লুটেরার দল, চোর-ডাকাতের দল। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের পরও যে সকল হিন্দু ভাই-বোনেরা বাংলাদেশ ছেড়ে যান নি তারাই প্রকৃত দেশ প্রেমিক।